রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের পাতাল রেলে আত্মঘাতী হামলাকারী মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের তরুণ। তার নাম আকবরজান দিজালিলোভ। কিরগিজস্তানের নিরাপত্তা বাহিনী গতকাল এ তথ্য জানিয়েছে। বিবিসি জানায়, এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেও এটি একটি আত্মঘাতী হামলা ছিল বলে ধারণা করছে রাশিয়ার তদন্ত কমিটি। এক বিবৃতিতে কমিটি বলেছে, এক ব্যক্তি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে বলে আলামত পাওয়া গেছে। কারণ, ট্রেনের তৃতীয় বগিতে এক ব্যক্তির দেহাংশ পাওয়া গেছে। সোমবার সেনায়া প্লোশাড ও টেকনোলজিশেস্কি ইনস্টিটিউট স্টেশনের মাঝামাঝি অংশে পাতাল টানেলে বিস্ফোরণের ঘটনায় ১৪ জন নিহত এবং আরও অন্তত ৪৯ জন আহত হয়। কিরগিজস্তানের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র এএফপিকে বলেন, ‘সেন্ট পিটার্সবার্গের পাতালরেলে আত্মঘাতী হামলাকারী কিরগিজ নাগরিক আকবরজান দিজেলিলোভ। তার জন্ম ১৯৯৫ সালে। তিনি সম্ভবত রুশ নাগরিকত্ব পেয়েছেন।’ বিস্ফোরণে নিহত ব্যক্তিদের স্মরণে তিন দিনের শোক ঘোষণা করেছে সেন্ট পিটার্সবার্গ কর্তৃপক্ষ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘটনার দিনেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে পুতিনকে ঘটনার পেছনে জড়িতদের বিচারের আওতায় আনতে ‘পূর্ণ সহায়তা’ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘উভয় প্রেসিডেন্ট সন্ত্রাসবাদকে দ্রুত এবং অবশ্যই নির্মূল করার বিষয়ে একমত হয়েছেন।’ জার্মানির চ্যান্সেলর আঞ্জেলা মেরকেল এ হামলাকে ‘বর্বরোচিত কাজ’ বলে বর্ণনা করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরিসা মে চিঠিতে প্রেসিডেন্ট পুতিনকে সমবেদনা জানিয়েছেন।
শিরোনাম
- গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক : তানজিন তিশা
- টিকটকে আশ্লীলতা, আদালতের নির্দেশে বিয়ে করতে হচ্ছে দুই নাইজেরিয়ান ইনফ্লুয়েন্সারকে
- ১৪ বলে ৩৯ রান, তবু সুপার ওভারে নেই রিশাদ! প্রতিপক্ষও অবাক
- এআই এজেন্ট: শুধু নির্দেশ নয়, নিজেরাই নিচ্ছে সিদ্ধান্ত
- ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত
- ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স, স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি
- ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪
- প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
- সুপার ওভারের রোমাঞ্চে সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ
- প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার
- গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে অর্ধশতাধিক সন্দেহভাজন আটক
- আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে হামাস
- জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল : ফয়েজ আহমদ
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
রাশিয়ায় হামলাকারী কিরগিজ তরুণ আকবরজান
পুতিনকে ট্রাম্পের ফোন
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর