বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
নিরাপত্তা পরিষদে ভাষণ

শান্তি সম্মেলনের ডাক মাহমুদ আব্বাসের

শান্তি সম্মেলনের ডাক মাহমুদ আব্বাসের

আন্তর্জাতিক শান্তি সম্মেলনের ডাক দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আগামী জুনে এ সম্মেলন হতে পারে বলেও জানান তিনি। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দেওয়ার সময় আব্বাস এ আহবান জানান। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় আমরা আলোচনাকেই একমাত্র পথ বলে মনে করি। গত বছরের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রয়া দেখা দেয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আর কোনো শান্তি প্রক্রিয়ায় অংশ নেবে না তারা। জবাবে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থায় তহবিল কমানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ওই সংস্থাটির তরফ থেকেই ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা দেওয়া হয়। নিরাপত্তা পরিষদের দেওয়া ভাষণে আব্বাস বলেন, ১৯৪৮ সাল থেকে এই পরিষদ ফিলিস্তিনিদের সমর্থনে ৮৬টি প্রস্তাব পাস করেছে। অথচ তার একটিও বাস্তবায়ন হয়নি। আলজাজিরা।

সর্বশেষ খবর