শনিবার, ২৩ জুন, ২০১৮ ০০:০০ টা

কাতারকে বিচ্ছিন্ন করতে সীমান্তে খাল খনন করবে সৌদি

কোনোভাবেই জোড়া লাগছে না সৌদি ও কাতারের সম্পর্ক। বিভিন্ন ধরনের অবরোধ আরোপের পর এবার কাতারকে পুরো বিচ্ছিন্ন করতে চাচ্ছে সৌদি আরব। এ জন্য উভয় দেশের মধ্যবর্তী সীমান্তে খাল খনন করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। বিলিয়ন বিলিয়ন ডলার বাজেটও করেছে সৌদি কর্তৃপক্ষ। আর খনন কাজ সম্পন্ন করার জন্য কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছে দেশটি। সৌদি আরবের সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে টেলিগ্রাফ। খবরে বলা হয়, সন্ত্রাসীদের উৎসাহ প্রদান, তাদের কর্মকাণ্ডে অর্থের জোগানসহ নানা অভিযোগ তুলে এক বছরেরও বেশি সময় ধরে কাতারের ওপর অবরোধ আরোপ করে রেখেছে সৌদি আরব। এবার কাতারকে পুরোপুরি দ্বীপরাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। ভৌগলিকভাবে কাতারের তিন পাশেই সাগর। একদিকে শুধু সৌদি আরবের সঙ্গে কাতারের স্থল সীমান্ত রয়েছে। কিন্তু সেখানেও খাল খনন করবে সৌদি আরব। দুই দেশের সীমান্তে প্রস্তাবিত ‘সালওয়া’ খালে সৌদি আরব একটি সামরিক ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা করছে। এটি হবে প্রায় ২০০ কিলোমিটার দীর্ঘ। গার্ডিয়ান

সর্বশেষ খবর