বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে গুলি হিন্দু মহাসভার নেত্রী গ্রেফতার

গত সপ্তাহে মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে তার হত্যাকাণ্ডের ঘটনা পুনরাভিনয় করে তার প্রতিকৃতিতে গুলি করার দায়ে হিন্দু মহাসভার নেত্রীকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। ওই নেত্রীর নাম পুজা শাকুন পান্ডে। মঙ্গলবার উত্তর প্রদেশের আলিগড় থেকে পুজাকে গ্রেফতার করা হয় বলে খবর এনডিটিভির। পাশাপাশি পুজার স্বামী অশোক পান্ডেকেও হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভারতের ‘জাতির পিতা’ হিসেবে বিবেচিত গান্ধীর হত্যাকাণ্ডের ঘটনার পুনরাভিনয়ে জড়িত থাকার দায়ে কট্টরপন্থি ওই গোষ্ঠীটির ১২ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে উত্তর প্রদেশ পুলিশ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে সঙ্গী সাথীসহ গেরুয়া শাড়ি পরিহিত পুজা পান্ডেকে মহাত্মা গান্ধী একটি প্রতিকৃতিতে একটি এয়ার পিস্তল দিয়ে গুলি করতে দেখা যায়। এ ঘটনা ভারতজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভের কারণ হয়।

নথুরামের প্রতি সম্মান জানাতে মহাত্মা গান্ধীর হত্যার দিনটিকে ‘শৌর্য দিবস’ হিসেবে পালন করে হিন্দু মহাসভা। মদন মোহন মালবিয়া ১৯১৫ সালে হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেছিলেন। কট্টরপন্থি আন্দোলনকারী নথুরাম এ সংগঠনের শুরুর দিকের অন্যতম সদস্য।

সর্বশেষ খবর