সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চীনে বন্দীশিবির বন্ধের দাবি তুরস্কের

চীনে বন্দীশিবিরে আটকাবস্থায় মুসলিম উইঘুর সম্প্রদায়ের জনপ্রিয় সংগীতশিল্পী আবদুরেহিম হেয়িতের মৃত্যুর অভিযোগ উঠেছে। উইঘুরদের প্রতি চীন সরকারের দমন-পীড়নের অভিযোগ রয়েছে। হেয়িতের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। চীনের ওই বন্দীশিবিরগুলোয় নির্যাতনের অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানিয়েছে তুরস্ক। গতকাল বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, চীনে সংখ্যালঘু মুসলিম উইঘুর সম্প্রদায়ের জনপ্রিয় সংগীতশিল্পী আবদুরেহিম হেয়িতের মৃত্যুর ব্যাপারে চীন কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে গত শনিবার বন্দীশিবিরে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তার একটি গানের কারণে চীন সরকারের রোষানলে পড়েন তিনি। ২০১৭ সালে তাকে আটক করে জিনজিয়াং প্রদেশে বন্দীশিবিরে রাখা হয়। তাকে আট বছরের জেল দেওয়া হয় বলে ধারণা করা হয়। তবে বন্দী অবস্থায় দ্বিতীয় বছরেই তার মৃত্যু হয়েছে। রয়টার্স

সর্বশেষ খবর