বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ ওড়ানো বন্ধ অধিকাংশ দেশে

বিশ্বব্যাপী বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজের প্রায় দুই-তৃতীয়াংশই ব্যবহার না করে মাটিতে নামিয়ে রাখা হয়েছে। মাত্র পাঁচ মাসের মধ্যে এ ধরনের নতুন দুটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন আরোহী নিহত হওয়ার পর বিশ্বের অধিকাংশ এয়ারলাইনস ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ উড়োজাহাজটি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে, খবর নিউইয়র্ক টাইমসের। গত বছর প্রতি সপ্তাহে  ভ্রমণে এই উড়োজাহাজটি ৮,৬০০ ফ্লাইটে ব্যবহৃত হতো। কিন্তু অধিকাংশ দেশ উড়োজাহাজটি নামিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়ায় ৬,০০০ ফ্লাইট ক্ষতিগ্রস্ত হবে বলে ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪-এর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে। বিশ্বের অধিকাংশ বিমান সংস্থাগুলো এমন সিদ্ধান্ত নিলেও যুক্তরাষ্ট্র ও কানাডার তিনটি এয়ারলাইনস, আমেরিকান এয়ারলাইনস, সাউথওয়েস্ট এয়ারলাইনস ও এয়ার কানাডা এখনো ৭৩৭ ম্যাক্স ৮ ব্যবহার অব্যাহত রেখেছে।

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ৭৩৭ ম্যাক্স ৮ মডেলকে নিরাপদ বলে ঘোষণা করেছে। অক্টোবরে ইন্দোনেশিয়ার কাছে জাভা সাগরে দেশটির লায়ন এয়ারের এ ধরনের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৮৯ জন আরোহী নিহত হওয়ার পর বোয়িংয়ের এ মডেলটি নিয়ে প্রথম উদ্বেগ দেখা দেয়। রবিবার এ ধরনের দ্বিতীয় আরেকটি উড়োজাহাজ ইথিওপিয়ার আদ্দিস আবাবার কাছে বিধ্বস্ত হয়ে ১৫৭ জন আরোহী নিহত হন। দ্বিতীয় উড়োজাহাজটি কী কারণে বিধ্বস্ত হয়েছে এবং দুটি বিধ্বস্তের ঘটনাই একই কারণ সম্পর্কিত কি না তা এখনো পরিষ্কার হয়নি। তবে দুটি ক্ষেত্রেই উড়োজাহাজ দুটি নতুন ছিল। এ দুটি ঘটনার জেরেই পূর্ব সতর্কতা হিসেবে প্রায় বিশ্বব্যাপী বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ মাটিতে নামিয়ে রাখা হচ্ছে।

সর্বশেষ খবর