সোমবার, ৬ মে, ২০১৯ ০০:০০ টা

গাজায় ফের ইসরায়েলি তাণ্ডব

গাজায় ফের ইসরায়েলি তাণ্ডব

ইসরায়েলি হামলা থেকে রক্ষা পাচ্ছে না নবজাতকরাও -এএফপি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শনিবার রাতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এফ-১৬ জঙ্গিবিমান থেকে আবাসিক ভবনগুলো লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলায় ১৪ মাসের এক শিশু এবং তার অন্তঃসত্ত্বা মা-সহ পাঁচজনকে হত্যা করে দখলদার বাহিনী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডলইস্ট মনিটর।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত শিশুটির নাম সাবা আরার। তাদের ভবনটি হানাদার বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হলে মর্মান্তিক এ প্রাণহানির ঘটনা ঘটে। তবে দখলদার বাহিনীর দাবি, তারা শুধু সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। গাজা উপত্যকায় তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির সদর দফতর ভবনকেও বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েল। ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলো এক দিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন গাজা কর্তৃপক্ষ। ইসরায়েল দাবি করেছে, গাজা থেকে হামাসের রকেট হামলার জবাবে তারা এ হামলা চালিয়েছে।  -শনিবার দিবাগত রাতে গাজার সীমান্তবর্তী ইসরায়েলি এলাকাগুলোতে বারবার রকেট হামলার সাইরেন বেজে ওঠে। এতে ওই এলাকার ইসরায়েলিদের রাতভর আশ্রয়কেন্দ্রগুলোতে যাওয়া-আসার মধ্যে থাকতে হয়। এ সময় ইসরায়েলি রকেট প্রতিরোধী ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশে ফিলিস্তিনি রকেট নিষ্ক্রিয় করতে দেখা যায়। ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। ফিলিস্তিনিরা চায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। অন্যদিকে পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করতে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমে ইসরায়েলি দখলদারিত্বকে স্বীকৃতি দেয় না। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধভাবে নির্মিত বসতিতে প্রায় ছয় লাখ ইসরায়েলি বসবাস করেন। এই দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করে ইসরায়েল।

 

সর্বশেষ খবর