মঙ্গলবার, ৭ মে, ২০১৯ ০০:০০ টা

জঙ্গিদের ‘প্রশিক্ষণ শিবিরের’ সন্ধান

শ্রীলঙ্কার আইনশৃঙ্খলা বাহিনী দেশটিতে জঙ্গি ও তার আস্তানা খুঁজতে মরিয়া। এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর কাত্তানকুডিতে ১০ একরের একটি ‘শিবির’ খুঁজে পেয়েছে শ্রীলঙ্কার পুলিশ। ইস্টার সানডের হামলার সঙ্গে জড়িতরা এখানে গুলি ছোড়া ও বোমা বানানোর প্রশিক্ষণ নিত বলে বিশ্বাস তাদের। দেয়াল ঘেরা এই শিবিরটির অবস্থান কাত্তানকুডির নিম্নবিত্তদের আবাসিক এলাকায়, রবিবারের অভিযানে এই শিবিরটির একপাশের দেয়ালে বুলেটের গর্ত পেয়েছে পুলিশ। এই কাত্তানকুডিতেই ইস্টার সানডের হামলার সন্দেহভাজন প্রধান ষড়যন্ত্রকারী জাহরান হাশিমের বাড়ি। হাশিম নিজেও ওই দিনের নয় আত্মঘাতী হামলাকারীর মধ্যে ছিলেন বলে বিশ্বাস শ্রীলঙ্কার তদন্তকারীদের।  চারটি অভিজাত হোটেল ও তিনটি গির্জাসহ আটটি জায়গায় চালানো বোমা হামলায় ২৫৩ জন নিহত হন, যার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বাত্তিকালোয়ার এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, ‘জঙ্গিরা এই জায়গাটিকে স্বাভাবিক দেখাতে চেয়েছে। কেউ দেখতে এলে এটিকে খামার বলে মনে করবে। কিন্তু এখানে সন্ত্রাসবাদের চর্চা করত।’

সর্বশেষ খবর