শনিবার, ১১ মে, ২০১৯ ০০:০০ টা

৬২ দিন পর ছাড়া পেলেন ম্যানিং

৬২ দিন পর ছাড়া পেলেন ম্যানিং

সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস সংক্রান্ত এক তদন্তে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোয় জেলে যাওয়া চেলসি ম্যানিং ৬২ দিন পর ছাড়া পেয়েছেন। তার বিরুদ্ধে ৭ লাখেরও বেশি কূটনৈতিক  গোপন বার্তা, ভিডিও ও নথি উইকিলিকসের হাতে তুলে  দেওয়ার অভিযোগ ছিল। ২০১০ সালে তাকে ইরাক থেকে গ্রেফতার করা হয়। আলেকজান্দ্রিয়া ডিটেনশন সেন্টার থেকে বৃহস্পতিবার সাবেক এ মার্কিন গোয়েন্দা বিশ্লেষককে মুক্তি দেওয়া হয় বলে তার আইনজীবীরা জানিয়েছে। উইকিলিকস সংক্রান্ত তদন্তে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোয় মার্চে ভার্জিনিয়ার এক বিচারক ৩১ বছর বয়সী ম্যানিংকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। বিচারক সে সময় বলেছিলেন, গ্র্যান্ড জুরিদের কাজ  শেষ না হওয়া পর্যন্ত সাবেক এ গোয়েন্দা বিশ্লেষককে পুলিশি হেফাজতেই থাকতে হবে।

সর্বশেষ খবর