শুক্রবার, ২১ জুন, ২০১৯ ০০:০০ টা

বিশ্বে গৃহহীন মানুষের সংখ্যা ৭ কোটি ৮০ লাখ : জাতিসংঘ

বিশ্বে ক্রমশই বাড়ছে গৃহচ্যুত মানুষের সংখ্যা। গত বছরেই এ সংখ্যাটা ৭ কোটি ছাড়িয়ে গেছে। বুধবার গৃহচ্যুত মানুষদের নিয়ে সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। তাতেই এ ভয়ঙ্কর ছবি সামনে এসেছে।

জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, যুদ্ধ-হিংসায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। গৃহচ্যুত মানুষের মধ্যে অর্ধেক শিশু। এ ছাড়া উন্নত পশ্চিমের দেশগুলোর পরিবর্তে উন্নয়নশীল দেশগুলো বিপুল সংখ্যক শরণার্থীর বোঝা বহন করছে বলে সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ খবর