মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে বিপুল বিনিয়োগ দাউদ ইব্রাহিমের

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে বিপুল বিনিয়োগ দাউদ ইব্রাহিমের

দাউদ ইব্রাহিম কাসকার। যিনি বিশ্বব্যাপী শুধু দাউদ ইব্রাহিম নামেই বেশি পরিচিত। তিনি ভারতের মুম্বাইয়ের সংগঠিত অপরাধ চক্রের প্রধান। বর্তমানে করাচির বাসিন্দা দাউদ ইব্রাহিম। সেখান থেকেই ভারতের বুকে তার মাফিয়া সাম্রাজ্যকে নিয়ন্ত্রণ করেন। তার কুকীর্তির কথা অনেকেই জানে। দুনিয়ার একাধিক দেশে ফ্রিজ  হয়েছে এই মাফিয়া ডনের সম্পত্তি। তারপরই টাকা খাটানোর নতুন রাস্তা বের করেছে ডি কোম্পানি।

গোয়েন্দা সূত্রের খবর, পাকিস্তান স্টক এক্সচেঞ্জে বিপুল টাকা বিনিয়োগ করেছে দাউদ। ড্রাগ  চোরাচালান, অস্ত্র ব্যবসা, জাল নোটের কারবার থেকে আসা বিপুল টাকা বিনিয়োগ করার জায়গা খুঁজে পাচ্ছে না ডি কোম্পানি। ফলে সেই টাকা ঢালা হচ্ছে স্টক এক্সচেঞ্জে। বর্তমানে লন্ডনের  জেলে বন্দী ডি কোম্পানির পয়েন্ট ম্যান জাবির মোতি। দাউদ ইব্রাহিমের ৫টি কোম্পানি চালায় এই জাবির। এদের সবকটির নাম পাকিস্তান স্টক এক্সচেঞ্জ নথিভুক্ত। এছাড়াও পাকিস্তানের হাবিব ব্যাংকের এশাধিক কোম্পানিতে বিনিয়োগ করে জাবির।

সর্বশেষ খবর