রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

দফায় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া

দফায় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া

দফায় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এবার দেশটি তাদের পূর্বাঞ্চলীয় শহর হ্যামহাং থেকে জাপান সাগরে স্বল্প পাল্লার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এ নিয়ে পিয়ংইয়ং কয়েক মাসের মধ্যে পঞ্চম দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল, বলছে তারা। দক্ষিণের এ দাবি সত্য হলে উত্তরের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১১টি রেজুলেশনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে, বলছে বিবিসি। এবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগের দিনই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প উত্তরের শীর্ষনেতা কিম জং-উনের কাছ থেকে তিন পৃষ্ঠার একটি ‘খুবই চমৎকার চিঠি’ পাওয়ার কথা জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্র-দক্ষিণের সামরিক মহড়ায় কিমের অসন্তুষ্টির কথাও জানান ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, শনিবার স্থানীয় সময় ভোর ৫টা ৩৪ ও ৫টা ৫০ মিনিটে সাউথ হ্যামগিয়ং প্রদেশের হ্যামহাং থেকে কোরীয় উপদ্বীপের পূর্বে জাপান সাগরের দিকে ছোড়া হয়। 

সর্বশেষ খবর