শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ট্রাম্পের অভিবাসন নীতিতে সুপ্রিম কোর্টের অনুমোদন

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আশ্রয় চাওয়ার সক্ষমতা ব্যাপকহারে হ্রাস করার যে পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন তাতে অনুমোদন দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। নতুন এই রুলের আওতায়, তৃতীয় কোনো দেশ হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছালে অভিবাসীদের আগে ওই দেশে আশ্রয় চাইতে হবে। এ নিয়ে আইনি লড়াই এখনো চলছে। তবে সুপ্রিম কোর্টের এই রুল জারির মাধ্যমে এটা পরিষ্কার যে, এটি এখন পুরো যুক্তরাষ্ট্রের জন্য প্রযোজ্য হবে। এক টুইটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সীমান্তে আশ্রয় প্রার্থনার বিষয়ে মার্কিন সুপ্রিম কোর্টের এটি একটি বড় জয়। অভিবাসন কমিয়ে আনা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শাসনামলের একটা বড় লক্ষ্য। সেই সঙ্গে এটি ২০২০ সালে পুনর্নির্বাচনের জন্যও তার প্রতিশ্রুতির একটা বড় অংশ পূরণ করবে। নতুন এই রুল কার্যকর হলে, হন্ডুরাস, নিকারাগুয়া এবং এল সালভাদরের অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় চাইতে হলে যুক্তরাষ্ট্রের আগে প্রতিবেশী কোনো দেশ বা মেক্সিকোতে আশ্রয় চাইতে হবে। বিবিসি বাংলা।

সর্বশেষ খবর