শনিবার, ২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভারত সফরে মেরকেল

ভারত সফরে মেরকেল

ভারতে সফর করছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। গতকাল দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি। বৃহস্পতিবার রাতে রাজধানী দিল্লিতে পা রাখেন মেরকেল। তার এ সফরে জার্মানি এবং ভারতের মধ্যে ২০টি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। চলতি বছর এ নিয়ে পঞ্চমবারের মতো দুই নেতার সাক্ষাৎ হচ্ছে। গতকাল খুব ব্যস্ত সময় কাটান মেরকেল। সকালে তিনি রাষ্ট্রপতি ভবনে যান। সেখানে প্রধানমন্ত্রী মোদি তাকে অভ্যর্থনা জানান। এরপর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধী স্মৃতিসৌধে যান। রাজধানী দিল্লিতে ইন্ডিয়া-জার্মানি ইন্টার-গভর্নমেন্টাল কনসালটেশনের (আইজিসি) পঞ্চম সভায় অংশ নেন মেরকেল। সন্ধ্যায় প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন মেরকেল। এরপর তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করবেন। তাদের এ বৈঠকে দুদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর