বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা

আমেরিকার সব সমীকরণ এখন এলোমেলো

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি আইন-আল আসাদে ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলায় বিশ্বব্যাপী আমেরিকার সমীকরণ এলোমেলো হয়ে গেছে। ইরাকি নিউজ চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল হোসেইন সালামি গতকাল ওই মন্তব্য করেন। তিনি বলেন, এ অভিযান ইরানের চূড়ান্ত কোনো কৌশলগত জবাব ছিল না, বরং এ ক্ষেপণাস্ত্র হামলা ছিল মার্কিন অপরাধযজ্ঞের জবাবে প্রতিক্রিয়ার সূচনামাত্র। সাক্ষাৎকারে জেনারেল সালামি আরও বলেন, আমেরিকা কোনো দেশে হামলা করলে পাল্টা হামলার কথা চিন্তাও করত না। কিন্তু ইরানের জবাবে ওয়াশিংটন এখন তাদের হিসাব-নিকাশের সমীকরণ পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে।

সর্বশেষ খবর