সোমবার, ৩০ মার্চ, ২০২০ ০০:০০ টা

মার্কিন কারাগারে দ্রুত ছড়াচ্ছে করোনা

যুক্তরাষ্ট্রের কারাগারগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। শনিবার নিউইয়র্কের বিভিন্ন কারাগারে অন্তত ১৩২ জন কয়েদি ও ১০৪ জন কর্মীর শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। কেবল নিউইয়র্ক নয়, গোটা যুক্তরাষ্ট্রেই কারাগারগুলোতে করোনার উপস্থিতির কথা জানা গেছে। ভাইরাসের প্রকোপ ঠেকাতে বন্দী মুক্তি দেওয়া হচ্ছে ঠিকই। তবে বিশ্লেষকরা বলছেন, এর গতি খুবই ধীর। ভাইরাস মোকাবিলায় যা পর্যাপ্ত নয়। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ২০টি কারাগার যেসব শহর ও কাউন্টিতে অবস্থিত সম্প্রতি সেগুলোর ওপর জরিপ চালিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

 এতে দেখা গেছে, গত ২২ মার্চ  থেকে ২২৬ কয়েদি ও ১৩১ জন স্টাফ নিশ্চিতভাবে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। রিকার্স দ্বীপের কারাব্যবস্থা ইতিমধ্যেই ভয়াবহ করোনার কবলে পড়েছে। ঠিক কত সংখ্যক বন্দীর করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে; তা জানাতে অবশ্য অস্বীকৃতি জানিয়েছে কর্তৃপক্ষ। এই অবস্থায় মার্কিন প্রশাসন কয়েক হাজার বন্দীকে মুক্তি  দেওয়ার চিন্তাভাবনা করছে।

 

সর্বশেষ খবর