শিরোনাম
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ভ্যাকসিন পরীক্ষায় স্বেচ্ছাসেবী পাবেন ৬২৫ পাউন্ড

ভ্যাকসিন পরীক্ষায় স্বেচ্ছাসেবী পাবেন ৬২৫ পাউন্ড

নভেল করোনাভাইরাস ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে অংশ নেওয়ার জন্য স্বেচ্ছাসেবী চেয়ে ব্রিটিশ সরকারের তরফে একটি জরুরি আবেদন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ট্রায়ালে অংশ নিলে প্রত্যেক স্বেচ্ছাসেবীকে ৬২৫ পাউন্ড করে দেওয়া হবে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনের বিশেষজ্ঞ দল কভিড-১৯ ভ্যাকসিনের অনুসন্ধানে ‘দ্রুত অগ্রগতি’ কাজের জন্য আরও কমপক্ষে ২০ মিলিয়ন অর্থ বরাদ্দ দেবে। স্থানীয় সময় গতকালই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল হওয়ার কথা ছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলছে, তারা সুস্বাস্থ্যের অধিকারী স্বেচ্ছাসেবীদের ওপর নতুন ভ্যাকসিন পরীক্ষা করবে। ভ্যাকসিনটি একটি শিম্পাঞ্জির ভাইরাস থেকে তৈরি করা হয়েছে। অক্সফোর্ডে অধ্যাপক সারা গিলবার্ট জানিয়েছেন, মে মাসের মাঝামাঝি নাগাদ অন্তত ৫০০ জন ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নেবেন বলে তারা আশা করছেন।

সর্বশেষ খবর