রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা
অন্য খবর

রেস্তোরাঁয় সামাজিক দূরত্ব নিশ্চিতে অভিনব পন্থা

রেস্তোরাঁয় সামাজিক দূরত্ব নিশ্চিতে অভিনব পন্থা

ধীরে ধীরে লকডাউন শিথিল করার চেষ্টা চলছে গোটা বিশ্বে। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন তুললেও পৃথিবীতে স্বাভাবিক জীবন ফিরে আসতে সময় লাগবে আরও অনেকদিন। করোনার সংক্রমণ এড়াতে এখনকার মতো লকডাউন উঠে যাওয়ার পরও মেনে চলতে হবে অনেক বিধিনিষেধ। সেসঙ্গে বজায় রাখতে হবে সামাজিক দূরত্বও। লকডাউনের পর রেস্তোরাঁগুলোতে কীভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে তার একটি অভিনব উপায় বের করেছে যুক্তরাষ্ট্রের এক রেস্তোরাঁ। এনডিটিভির খবর অনুযায়ী, দেশটির ভার্জিনিয়ায় অবস্থিত লিটল ওয়াশিংটন নামের ওই রেস্তোরাঁয় অতিথিদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে ডামি বসানোর পরিকল্পনা নিয়েছে।

সর্বশেষ খবর