মঙ্গলবার, ১৯ মে, ২০২০ ০০:০০ টা

ট্রাম্পের হাইড্রক্সিক্লোরোকুইন ফর্মুলা, হতাশ গবেষকরা

দুটি গবেষণায় দেখা গেল, হাইড্রক্সিক্লোরোকুইন করোনা মোকাবিলায় কোনো কাজেই আসছে না। ফলে এককথায় বলা চলে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফর্মুলার সব আশায় পানি ঢেলে দিলেন গবেষকরা। এই ওষুধ নিয়েই ভারতের সঙ্গে প্রায় সম্পর্কের তিক্ততা বাড়িয়ে ফেলেছিলেন ট্রাম্প। কিন্তু সেই ওষুধ কোনো কাজের নয় বলে জানিয়েছেন গবেষকরা। পরপর কয়েকবারের ট্রায়ালে রীতিমতো হতাশ তারা। ওয়াশিংটন পোস্ট

সাধারণত হাইড্রক্সিক্লোরোকুইন ব্যথা জাতীয় নানা কাজে ব্যবহার করা হয়। প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল, এটির ফলে করোনা মোকাবিলায় সুবিধা হতে পারে। গবেষণাগারে নাকি ইতিবাচক ফলও মিলেছিল। কিন্তু তারপর একাধিক গবেষণা পুরো বিষয়টি নিয়ে গভীরে ভাবতে দেখা গেছে, ফল একই- করোনা মোকাবিলায় এটি কোনো কাজে লাগবে না। দুটি পৃথক গবেষণার প্রথমটি প্রকাশিত হয়েছিল ১৪ মে। ফ্রান্সে ১৮১ জন অসুস্থ রোগীর ওপর এই ওষুধের পরীক্ষা করা হয়েছিল। পরেই দেখা যায় এটি কাজে আসবে না।

সর্বশেষ খবর