বছরের পর বছর ইসরায়েল ফিলিস্তিনির ভূমি জবরদখল করে চলেছে। কিন্তু এই জবরদখল আর মেনে নেবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফিলিস্তিনের পশ্চিমতীর এবং জর্দান উপত্যকা জবরদখলের ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল যে পরিকল্পনা হাতে নিয়েছে, তার সম্ভাব্য জবাব দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা।
ইউরোপের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের এই পরিকল্পনার সময়োপযোগী জবাব দেওয়ার কথা বলেছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোশেফ বোরেলকে লেখা এক চিঠিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১১ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো, ফ্রান্স, ইতালি, হল্যান্ড, আয়ারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, পর্তুগাল ও মালটা রয়েছে। চিঠিতে মন্ত্রীরা আরও বলেছেন, ফিলিস্তিনি ভূখ-ে দখল করার ব্যাপারে ইসরায়েল এই পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়ন এবং তার সদস্য দেশগুলোর জন্য গভীর উদ্বেগের বিষয়।