সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

কট্টর অ্যামি কোনিকেই বিচারপতি মনোনয়ন দিলেন ট্রাম্প

কট্টর অ্যামি কোনিকেই বিচারপতি মনোনয়ন দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে কট্টর ও গর্ভপাতবিরোধী হিসেবে পরিচিতি পাওয়া বিচারক অ্যামি কোনি ব্যারেটকেই মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার কট্টরপন্থি রক্ষণশীল এ নারী বিচারককে পাশে নিয়েই হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন ট্রাম্প। মনোনয়ন নিশ্চিতে আগামী ১২ অক্টোবর থেকে সিনেটে তার শুনানি শুরু হবে। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই তার মনোনয়ন নিশ্চিত করতে উঠেপড়ে লেগেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও সিনেট রিপাবলিকানরা। খবর বিবিসি, সিএনএন

সিনেটে মনোনয়ন নিশ্চিত হলে অ্যামি ব্যারেট দেশটির সদ্যপ্রয়াত বিচারপতি ও নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ রুথ বেডার গিন্সবার্গের (৮৭) স্থলাভিষিক্ত হবেন। রুথ বেডার গিন্সবার্গ দেশটির দ্বিতীয় নারী বিচারপতি ছিলেন। দেশটির সর্বোচ্চ আদালতে ২৭ বছর বিচারপতির দায়িত্ব পালন করেছেন তিনি। গত ২০ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লেজেন্ডারি এ নারী।

সর্বশেষ খবর