সোমবার, ৩০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

জোরালো হচ্ছে স্কটল্যান্ডের স্বাধীনতার দাবি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিভিন্ন নীতির কারণে বীতশ্রদ্ধ স্কটল্যান্ড। ফলে আরও জোরালো হচ্ছে স্কটল্যান্ডের স্বাধীনতার দাবি। ফাইন্যান্সিয়াল টাইমস তাদের এক প্রতিবেদনে বলেছে, জনসনের নেতৃত্বই স্কটিশ ভোটারদের আরও স্বায়ত্তশাসন ও স্বাধীনতার দাবির দিকে নিয়ে যাচ্ছে। খবর ফরেন পলিসি। খবরে বলা হয়েছে, ২০১৯ সালের জুলাইয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ইউনিয়ন সুরক্ষায় চারটি পৃথক উদ্যোগ গ্রহণ করেন বরিস জনসন। এর উদ্দেশ্য ছিল স্কটিশ জাতীয়তাবাদকে ঠেকানো। গত সেপ্টেম্বরে জেএল পার্টনার্স পরিচালিত এক জরিপের বরাতে পলিটিকো ইউরোপ জানায়, যুক্তরাজ্যের সামনে সবচেয়ে বড় হুমকি হচ্ছেন প্রধানমন্ত্রী স্বয়ং নিজে। চলতি মাসে হাউস অব কমনসে লেবার পার্টির নেতা স্যার কেইর স্টার্মার বলেন, যতবার ইউনিয়ন নিয়ে মুখ খোলেন ততবার তিনি তিন শতাব্দীর এ ইউনিয়নকে ঝুঁকিতে ফেলেন।

সর্বশেষ খবর