সোমবার, ৩০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ইরানে পরমাণু বিজ্ঞানী মোহসেন হত্যার নেপথ্যে

সন্ত্রাসী হামলায় মারা গেছেন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে। পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়টি ইরান বরাবর অস্বীকার করলেও পশ্চিমা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো ফাখরিজাদেকে তার দেশের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির মূল পরিকল্পনাকারী আখ্যা দিয়ে থাকে। কিন্তু এ কারণেই তাকে হত্যা করা হয়েছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফাখরিজাদের নিরাপত্তায় যথেষ্ট গুরুত্ব দিত ইরান সরকার। যখন তার ওপর হামলা হয়, তখনো তার নিরাপত্তায় নিয়োজিত ছিল বেশ কয়েকজন দেহরক্ষী। তবে বিবিসির এক বিশ্লেষণ অনুযায়ী, ফাখরিজাদেকে হত্যার কারণ হিসেবে রাজনৈতিক বিষয়কে প্রাধান্য দিয়েছে। এক্ষেত্রে দুটি কারণের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমটি যুক্তরাষ্ট্রে জো বাইডেনের সঙ্গে ইরানের সম্পর্কোন্নয়নের যে সম্ভাবনা তৈরি হয়েছে তাকে নস্যাৎ করা। আর দ্বিতীয়টি- ইরানকে প্রতিশোধমূলক কর্মকান্ডে সম্পৃক্ত হতে উৎসাহিত করা।

সর্বশেষ খবর