সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
‘স্টিমুলাস বিলের’ বিরোধিতা

মার্কিন কংগ্রেসের শীর্ষ দুই নেতার বাসায় হামলা

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

২ হাজার ডলারের স্টিমুলাস চেকের বিল পাস না করায় ইউএস সিনেটের লিডার (রিপাবলিকান) সিনেটর মিচ ম্যাককনেলের কেন্টাকির বাসায় এবং প্রতিনিধি পরিষদের স্পিকার (ডেমোক্র্যাট) কংগ্রেসওম্যান ন্যান্সি পেলসির ক্যালিফোর্নিয়ার বাসায় ভাঙচুর করা হয়েছে। একইসঙ্গে পেলসির বাসার গ্যারেজে শূকরের রক্তাক্ত মাথাও রেখে আসা হয়েছে। গত শনিবার ভোরে এ দুটি ঘটনায় অপর সিনেটর-কংগ্রেসম্যানরাও এক ধরনের অস্বস্তিতে পড়েছেন। স্থানীয় প্রশাসন থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।  উল্লেখ্য, সিনেটর মিচ ম্যাককনেলের তীব্র বিরোধিতায় শুক্রবার স্টিমুলাস চেকের বিল নিয়ে সিনেটে আলোচনা হতে পারেনি, পাস হওয়া দূরের কথা। যদিও এর আগেই ন্যান্সি পেলসির প্রচ- আগ্রহে প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়েছে। সিনেটে পাস না হওয়ায় সেটি কার্যকর হতে পারল না। ৩ জানুয়ারি নতুন কংগ্রেসে নির্বাচিতরা শপথ গ্রহণের পর রবিবার হয়তো এই স্টিমুলাস বিল নিয়ে নতুন আলোচনা শুরু হতে পারে। এমন অবস্থায় ক্ষুব্ধ কিছু লোক দুই পার্টির দুই শীর্ষ নেতার বাসায় এ হামলার ঘটনায় সবাই উদ্বিগ্ন।

সর্বশেষ খবর