বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বাইডেনকে পরমাণু চুক্তিতে ফেরার আহ্বান রুহানির

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তিতে ফিরতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এরই মধ্যে গুঞ্জন রটেছে, বাইডেন ওয়াশিংটনকে ইরান পরমাণু চুক্তিতে ফিরিয়ে নিতে পারে। নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা হাসান রুহানি। দেশটির রাষ্ট্রীয় একটি টেলিভিশনে সম্প্রচারিত মন্ত্রিসভার বৈঠকে রুহানি বলেন, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। যদি ওয়াশিংটন ২০১৫-এর পরমাণু চুক্তিতে ফেরে, তাহলে আমরাও চুক্তিতে দেওয়া সব প্রতিশ্রুতির প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল থাকব। বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের প্রসঙ্গ টেনে রুহানি আরও বলেন, আজ  ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার শেষ; ইরানের ওপর তার ‘সর্বোচ্চ চাপের’ নীতিও পুরোপুরিই ব্যর্থ হয়েছে।

সর্বশেষ খবর