রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সমস্যা-সংকট সত্ত্বেও ভারতে নরেন্দ্র মোদির জনপ্রিয়তা অটুট

সমস্যা-সংকট সত্ত্বেও ভারতে নরেন্দ্র মোদির জনপ্রিয়তা অটুট

কভিড-১৯ অতিমারী নিয়ে গোটা ভারতবাসীর মনের মধ্যে এক অনিশ্চয়তা তৈরি হলেও অন্তত একটি ব্যাপারে তারা সবাই নিশ্চিত-এই অতিমারী সংকটের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর সমগ্র দেশবাসীর আস্থা এখনো অটুট। করোনা, মূল্যবৃদ্ধি বা বেকারত্ব-কোনো ইস্যুই তাঁর জনপ্রিয়তাকে এতটুকু টলাতে পারেনি। সেই সঙ্গে বিজেপির জনপ্রিয়তাও অটুট রয়েছে।

ইন্ডিয়া টুডে এবং কার্ভি ইনসাইটস দ্বারা পরিচালিত ‘মুড অব দ্য নেশন’ (এমওটিএন)-এর একটি জরিপে এই অবস্থা পাওয়া গেছে। এই জরিপ চালানো হয়েছিল ৩ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত। ভারতজুড়ে ১৯টি রাজ্যের ১৯৪টি বিধানসভা ও ৯৭টি সংসদীয় আসন এলাকায় মোট ১২ হাজার ২৩২ জন মানুষের অভিমত নিয়েই তৈরি করা হয়েছে এই জরিপ।  জরিপ চালানো মানুষদের ৭৪ শতাংশ প্রধানমন্ত্রী হিসেবে মোদির কাজের প্রশংসা করেছেন। এর মধ্যে ৩০ শতাংশের অভিমত মোদির কাজ অসামান্য, ৪৪ শতাংশের মতে ভালো। এমওটিএন’র জরিপ অনুযায়ী মোদির পরই সেরা পারফরম্যান্সের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন তারই মন্ত্রিসভার সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (৩৯ শতাংশ)।

সর্বশেষ খবর