শিরোনাম
বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আরও আগে সংক্রমণ শুরু হয়েছিল চীনে

গত এক মাস চীনের উহানে গিয়ে তদন্ত চালিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু-র বিশেষজ্ঞ দল। তদন্তকারী দলের প্রধান পিটার বেন এমবারেক একটি সাক্ষাৎকারে জানান, তাঁরা বেশ কিছু তথ্যপ্রমাণ পেয়েছেন, যা ইঙ্গিত করছে, ২০১৯ সালের শেষেই করোনার ভয়াবহতা টের পেয়েছিল চীন। কিন্তু সংক্রমণ শুরু হয়েছিল তার বহু আগে। ওই ডিসেম্বরেই অন্তত ১২ ধরনের স্ট্রেন তৈরি হয়েছিল উহানে। সংক্রমণের গোড়ায় চীন জানিয়েছিল, উহানের মাংসের বাজার থেকে ভাইরাসটি ছড়িয়ে থাকতে পারে। সেই বাজার বন্ধ করে দিয়েছিল চীন সরকার। এর পরে দাবি ওঠে, উহান ভাইরোলজি ল্যাব থেকে ভাইরাসটি ছড়িয়েছে। হু-র দল জানাচ্ছে, চীনা কর্তারা দেশের প্রথম করোনা-আক্রান্ত ব্যক্তির সঙ্গে তাঁদের দেখা করিয়ে দিয়েছিলেন। ওই যুবক ২০১৯ সালের ৮ ডিসেম্বর করোনা-আক্রান্ত হন। তার আগে ওই যুবক বিদেশ সফর করেননি। অর্থাৎ, ওই ব্যক্তি দেশেরই কোনো এলাকা থেকে সংক্রমিত হন।

সর্বশেষ খবর