রবিবার, ২১ মার্চ, ২০২১ ০০:০০ টা

মিয়ানমারের ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে ইইউ

মিয়ানমারের ১১ সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। সেনা অভ্যুত্থানে জড়িত থাকায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ পদক্ষেপে অনুমোদন দেবেন। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করায় এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে মিয়ানমারের ১১ সেনা কর্মকর্তা। ইউরোপিয়ান কূটনীতিকেরা জানিয়েছেন, আগামী সোমবার ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা এই নিষেধাজ্ঞা অনুমোদন করবেন। আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটির জনগণের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন করছে ক্ষমতা দখলকারী জান্তা সরকার। নিরাপত্তা বাহিনীর হত্যাযজ্ঞে প্রতিদিন বাড়ছে হতাহতের সংখ্যা। এমতাবস্থায় জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিশেষ দূত টম অ্যান্ড্রুজ শনিবার (২০ মার্চ) অভ্যুত্থানের নেতাদের অর্থ ও অস্ত্রসংক্রান্ত অনুপ্রবেশ বন্ধে আহ্বান জানায়।

সর্বশেষ খবর