শনিবার, ২৭ মার্চ, ২০২১ ০০:০০ টা
টুকটিাকি

মুম্বাইয়ে হাসপাতালে আগুন, নিহত ৬

ভারতের মুম্বাইয়ে শপিং মলের ভিতর অবস্থিত একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ওই বেসরকারি হাসপাতালটিতে আগুন লাগে। আগুন লাগার পরপরই হাসপাতালে চিকিৎসাধীন ৭০ এরও বেশি কভিড-১৯ রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। হাসপাতালটি মলের তৃতীয় তলায় অবস্থিত। সেখানে আগুনের সূত্রপাত কীভাবে, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদের মধ্যে কোনো কভিড-১৯ রোগী আছে কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ভারতের স্থানীয় কয়েকটি গণমাধ্যম মুম্বাইয়ের হাসপাতালে এ অগ্নিকান্ডে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। মহারাষ্ট্র এমনিতেই ভারতের অন্যতম

প্রধান কভিড-১৯ ‘হটস্পট’। বৃহস্পতিবারও মুম্বাইয়ে সাড়ে ৫ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে; প্রাদুর্ভাব শুরুর পর শহরটিতে এদিনই সর্বোচ্চ রোগী শনাক্ত হলো বলে জানিয়েছে রয়টার্স।

ভারতজুড়ে ২৪ ঘণ্টায় ৫৯ হাজার ১১৮ নতুন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বছরের ১৮ অক্টোবরের পর এটাই দেশটিতে সর্বোচ্চ দৈনিক শনাক্ত।

দক্ষিণ এশিয়ার এ দেশে সরকারি হিসেবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি ১৯ লাখের কাছাকাছি পৌঁছে গেছে।

সর্বশেষ খবর