বৃহস্পতিবার, ৬ মে, ২০২১ ০০:০০ টা

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

শান্ত ও শান্তির দেশ নিউজিল্যান্ড। দেশটিকে চার বছর ধরে সামলাচ্ছেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় মাও হয়েছেন। সেই প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জানিয়েছেন, তিনি বিয়ের পরিকল্পনা করছেন আর তা সামনের গ্রীষ্মেই। দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকেই বিয়ে করছেন তিনি। ২০১৯ সালে তারা বাগদান সেরেছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় কোস্ট রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনার কথা জানালেও তারিখ বলেননি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তবে গতকাল নিউজিল্যান্ড হেরাল্ডে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা দুজন অবশেষে বিয়ের একটি তারিখ পেয়েছি।’ ঘটা করে বিয়ে না করার ইঙ্গিতও দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে ৪০ বছর বয়সী আরডার্ন বলেছেন, ‘ব্রাইডাল পার্টি করার মতো বয়সের চেয়ে খানিকটা বেশি বয়স হয়ে গেছে বলেই মনে হয় আমার।’ তার সঙ্গী গেফোর্ডের বয়স ৪৪। এ যুগলের দুই বছর বয়সী একটি মেয়েও আছে। আরডার্ন প্রথমবার প্রধানমন্ত্রী হন ২০১৭ সালে; তিনিই দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে এ পদে বসেন। 

পরের বছরই তার কন্যাসন্তান জন্ম হয়; আরডার্নের আগে কেবল পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোই প্রধানমন্ত্রী থাকাকালে মা হয়েছিলেন। কভিড-১৯ মহামারী মোকাবিলায় তার সরকারের অসামান্য সাফল্য আরডার্নকে ফের ক্ষমতায় নিয়ে আসে। গত বছরের অক্টোবরের নির্বাচনে তার মধ্য-বামপন্থি লেবার পার্টি অর্ধশতকে সবচেয়ে বেশি আসন পেয়ে জয়লাভ করে।

সর্বশেষ খবর