সোমবার, ৭ জুন, ২০২১ ০০:০০ টা

নাইজেরিয়ায় নিষিদ্ধ টুইটার

নাইজেরিয়ায় নিষিদ্ধ টুইটার

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির একটি টুইট ডিলিট করেছিল টুইটার। ওই টুইটে চার দশক আগে নাইজেরিয়ায় সংঘটিত গৃহযুদ্ধের বিষয়টি টেনে কিছু মানুষকে হুমকি দিয়েছিলেন বুহারি। পোস্ট ডিলিট করার কারণে দেশটিতেই টুইটার বন্ধ করে দিয়েছে সরকার। গত শুক্রবার থেকে অনির্দিষ্ট সময়ের জন্য টুইটার ব্যবহারের ওই নিষেধাজ্ঞা জারি হয়েছে। কেউ টুইটার ব্যবহার করলে শাস্তির বিধানও করা হয়েছে। নাইজেরিয়ার মোবাইল ফোন নেটওয়ার্কগুলোর মাধ্যমে টুইটারে প্রবেশের সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। নাইজেরিয়ায় টুইটার নিষিদ্ধের ঘটনায় উদ্বেগ জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর