রবিবার, ৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

চীনা কোম্পানি হুয়াওয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সুইডিশ কোর্টে বহাল

প্রতিদিন ডেস্ক

সুইডেনের পোস্ট অ্যান্ড টেলিকম অথরিটি (পিটিএ) চীনের বৃহত্তম টেলিকম কোম্পানি হুয়াওয়ের ওপর গত বছর অক্টোবরে যে নিষেধাজ্ঞা জারি করেছিল সুইডিশ আদালতের রায়ে তা বহাল রাখা হয়েছে। বার্তা সংস্থা এএনআই জানায়, আন্তর্জাতিক বাণিজ্যিক মহল বিষয়টিকে চীনের জন্য আরেকটি আঘাত বলে মনে করে। সুইডিশ রাজধানী স্টকহোম থেকে পাওয়া খবরে জানা গেছে, ‘ফাইভ-জি স্থাপনের যন্ত্রপাতি সুইডেনে বিক্রি করতে পারবে না’ মর্মে নিষেধজ্ঞাটি চ্যালেঞ্জ করে হুয়াওয়ে আদালতে যায়। কোম্পানির প্রতিনিধি এখন বলছেন, ‘আদালতের রায়ে আমরা হতাশ হয়েছি বটে তবে এটাই চূড়ান্ত রায় নয়। আইনি কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে আমরা খতিয়ে দেখছি।’

সাউথ চায় না মর্নিং পোস্ট জানায়, গত বছর ডিসেম্বরেও আপিল করে ব্যর্থ হয় হুয়াওয়ে। পিটিএ বলছে, হুয়াওয়ে নির্মিত যন্ত্রপাতি ব্যবস্থা করলে সুইডেনের নিরাপত্তা বিঘিœত হওয়ার আশঙ্কা তৈরি হবে। তাই সুইডেন ওই কোম্পানির যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যবহার করবে না। এর আগে যুক্তরাজ্য গত বছর হুয়াওয়ের ফাইভ-জি যন্ত্রাংশ স্থাপন নিষিদ্ধ করে। এসব যন্ত্রাংশ চলতি বছর সেপ্টেম্বরে লাগানো শুরু করাটা নির্ধারিত ছিল। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোও হুয়াওয়ের সরঞ্জাম ব্যবহার এড়িয়ে যাওয়ায় সচেষ্ট। ফ্রান্স ও জার্মানি হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সর্বশেষ খবর : সুইডিশ টেলিকম কোম্পানি ‘এরিকসন’ বলছে, ‘চীন এখন আমাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর