শনিবার, ২৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

তৃণমূল সংসদীয় দলের চেয়ারপারসন মমতা

তৃণমূল সংসদীয় দলের চেয়ারপারসন মমতা

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন হলেন মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার তৃণমূলের সংসদীয় দলের একটি বৈঠক হয় এবং সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল দিল্লিতে সংবাদ সম্মেলন করে এ কথা জানান তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য ডেরেক ও ব্রায়েন ও সুখেন্দু শেখর রায়। মমতা আর এখন সংসদ সদস্য নন কিন্তু অতীতে কয়েক দশকের সাংসদ থাকার সুবাদে তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতেই এই নতুন দায়িত্ব দেওয়া হলো তাঁকে। ডেরেক ও ব্রায়েন জানান, মমতা ব্যানার্জি সাত বারের সাংসদ, তিনবারের মুখ্যমন্ত্রী। তার রাজনৈতিক অভিজজ্ঞতার তুলনা করা যায় এমন রাজনীতিবিদ এখন গোটা ভারতে হাতে গোনা।

নেতৃত্ব দেওয়ার মতো তাঁর দক্ষতা, অন্তর্দৃষ্টি, দূরদৃষ্টি সব কিছুই আছে। উল্লেখ্য, আগামী পরশু পাঁচ দিনের দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার আগে মমতার হাতে এই গুরুদায়িত্ব তুলে দিয়ে বিরোধী শিবিরগুলোকে একটা বার্তা দেওয়া হলো মনে করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর