শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা

বিশ্বের সাইবার সিকিউরিটির জন্য বড় হুমকি আমেরিকা : চীন

সারা বিশ্বে সাইবার সিকিউরিটির জন্য আমেরিকাকে সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছে চীন।

মার্কিন কোম্পানি মাইক্রোসফটের এক্সচেঞ্জ ইমেইল সার্ভারে    হামলার জন্য আমেরিকা বেজিংকে অভিযুক্ত করার এক সপ্তাহ পর এ বক্তব্য দিল চীন।

পার্সটুডে ও চায়না ডেউলি।

বৃহস্পতিবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল উ কিয়ান বলেন, আমেরিকা হচ্ছে হ্যাকিং ও গোপন তথ্য চুরির সাম্রাজ্য, তারাই বিশ্বের       সাইবার সিকিউরিটির জন্য  সবচেয়ে বড় হুমকি।

কর্নেল উ বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সরকার, কোম্পানি এবং ব্যক্তিত্বের ওপর বহু বছর ধরে আমেরিকা ব্যাপকভিত্তিক সাইবার গোয়েন্দাবৃত্তি চালিয়ে আসছে। মার্কিনিদের এ বলদর্পিতার বিরুদ্ধে বিশ্বসম্প্রদায়কে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা সম্প্রতি অভিযোগ করেছে, ইউরোপের দেশ ডেনমার্ক, জার্মানি, সুইডেন, নরওয়ে এবং ফ্রান্সের রাষ্ট্রপ্রধান ও সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ওপর চীন গোয়েন্দাবৃত্তি চালিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর