বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বন্ধ হচ্ছে পাপুয়া নিউগিনিতে অস্ট্রেলিয়ার বন্দীশিবির

আশ্রয়প্রার্থীদের আর পাপুয়া নিউগিনির বন্দীশিবিরে পাঠাবে না অস্ট্রেলিয়া। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুটি দেশের মধ্যে পাপুয়া নিউগিনি একটি, যাদের বন্দীদের আটক রাখার জন্য অর্থ দিয়ে থাকে অস্ট্রেলিয়া। যেসব মানুষ অবৈধপথে নৌকাযোগে অস্ট্রেলিয়ায় শরণার্থী হিসেবে প্রবেশ করতে চান এবং যারা অস্ট্রেলিয়ায় আশ্রয় প্রার্থনা করেন, তাদেরকে আটক করে ওই বন্দীশিবিরে পাঠানো হতো। কিন্তু অস্ট্রেলিয়া বলেছে, এ বছরের শেষে পাপুয়া নিউগিনির সঙ্গে তাদের এ চুক্তি শেষ হচ্ছে। তবু তারা তাদের এই বিভক্তিকারী অফসোর প্রক্রিয়া অব্যাহত রাখবে প্রত্যন্ত নাউরু দ্বীপে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারেন অ্যান্ড্রু গতকাল বলেছেন, সীমান্ত সুরক্ষা বিষয়ক কঠোর নীতি পরিবর্তন করেনি অস্ট্রেলিয়া। যে কেউ, যদি অবৈধ উপায়ে বোটে করে অস্ট্রেলিয়া পৌঁছার চেষ্টা করেন, তাহলে তাকে ফেরত পাঠানো হবে, না হয় নাউরু দ্বীপে পাঠিয়ে দেওয়া হবে। আশ্রয় প্রার্থনা কি অবৈধ এ বিষয়ে কোনো পরিষ্কার মন্তব্য না করেই তিনি এসব কথা বলেন।

সর্বশেষ খবর