শনিবার, ১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

‘অজানা’ রোগে সেই মাওবাদী নেতার মৃত্যু

যার মাথার দাম ছিল ৫৭ লাখ টাকা

‘অজানা’ রোগে সেই মাওবাদী নেতার মৃত্যু

ভারতের মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা আক্কিরাজু হরগোপাল ওরফে রামকৃষ্ণ মারা গেছেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ছত্তিশগড়ের দক্ষিণ বস্তার এলাকায় দন্ড কারণ্যের গভীর জঙ্গলে এক অজানা রোগে তার মৃত্যু হয়।

গত বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে ভারতীয় পুলিশ। যদিও সিপিআই (মাওবাদী) দলের পক্ষ থেকে তাদের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সদস্য রামকৃষ্ণের মৃত্যুর খবরের সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি।

ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার সন্তান মাওবাদী নেতা রামকৃষ্ণ জনপ্রিয় ছিলেন ‘আরকে’ নামে। তাকে জীবন্ত অবস্থায় ধরে দেওয়ার জন্য অন্ধ্রপ্রদেশ সরকার ৫০ লাখ রুপি (৫৭ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছিল।

কোন্ডাপল্লী সীতারামাইয়ার গড়া সংগঠন সিপিআইএমএল পিপল্?স ওয়ার গ্রুপ (পিডব্লিউজি)তে আর কে যোগ দেন সত্তরের দশকের শেষদিকে। পরে পিডব্লিউজি মিশে যায় সিপিআই মাওবাদী সংগঠনে। মৃত্যুর সময় পর্যন্ত তিনি অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা সীমান্তে মাওবাদীদের স্পেশাল জোনাল কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন।

সর্বশেষ খবর