শনিবার, ২০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
মমতার দিল্লি সফরে চমক

বিজেপি ছেড়ে তৃণমূলে বরুণ গান্ধী!

বিজেপি ছেড়ে তৃণমূলে বরুণ গান্ধী!

একুশ দশকে হ্যাটট্রিক রাজ্য জয় হাসিল হয়েছে। এবার লক্ষ্য দিল্লি। তার আগে আগামী ২২ নভেম্বর দিল্লি যাচ্ছেন তৃণমূল প্রধান মমতা ব্যানার্জি। আর সেই সফরেই থাকছে চমক। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, দিল্লিতে মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগ দিতে পারেন গান্ধী পরিবারের সদস্য তথা বিজেপি নেতা বরুণ গান্ধী। গান্ধী বংশের এই ব্যক্তি ব্যতিক্রমী। এই বংশের রাজনৈতিক পরিচয়ের ঠিক উল্টো স্রোতে ইন্দিরার ছোট ছেলে সঞ্জয় গান্ধীর ছেলে বরুণ। তাঁর মা মেনকা গান্ধী। তিনিও বিজেপি করেন। তা দেখেই গেরুয়া শিবিরের প্রতি টান তাঁর। বরুণ বর্তমানে মধ্যপ্রদেশের পিলভিটের সংসদ সদস্য। তবে সাম্প্রতিককালে বরুণ গান্ধীর সঙ্গে বিজেপির সম্পর্ক তেমন একটা ভালো নয়। তাঁকে এবং তাঁর মাকে বিজেপির কেন্দ্রীয় কমিটি থেকে বাদও দেওয়া হয়েছে। আর তাই এবার বিকল্পের সন্ধানে বরুণ গান্ধী। সেখানেই উঠে আসছে তৃণমূলের নাম। মমতা ব্যানার্জির হাত শক্ত করতে এবার ঘাসফুল শিবিরে যোগ দিতে পারেন তিনি। প্রসঙ্গত, এর আগে গোয়া সফরে তৃণমূলে যোগ দিয়েছিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেত্রী নাফিসা আলি। এবার দিল্লি সফরে মমতার ঝুলিতে চর্চায় থাকা বরুণ গান্ধী আসেন কিনা এখন সেটাই দেখার।

সর্বশেষ খবর