সাগরের নিচে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট সুনামিতে বিধ্বস্ত হয়েছে টোঙ্গা। দেশটির অধিকাংশ বাড়িঘর-গাছপালা ঢাকা পড়েছে ছাই আর কালো ধোঁয়ায়। ধ্বংস হয়েছে অসংখ্য বাড়িঘর। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন তিনজন। নজিরবিহীন অগ্ন্যুৎপাতের পর বিশ্ব থেকে বেশ কয়েক দিন বিচ্ছিন্ন থাকে টোঙ্গা। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়ে। তাই শুরুর দিকে কোনো খবর না পাওয়া গেলেও এখন নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে দেশটি থেকে। এরই মধ্যে জানা গেল সাগরে ২৭ ঘণ্টা সাঁতার কাটার পর বেঁচে ফেরা এক প্রতিবন্ধীর গল্প। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সুনামির ঢেউয়ে ভেসে যাওয়ার পর ৫৭ বছর বয়সী টোঙ্গার এক নাগরিক সাগরে ২৭ ঘণ্টা ছিল। একটি কাঠের গুঁড়ি পাওয়ার আগ পর্যন্ত তিনি নয়বার পানির নিচে তলিয়ে যান। টোঙ্গার রাজধানী নুকু থেকে লিসালা ফোলাউ বলেন, যখন আটবার আমি পানির নিচে তলিয়ে যাই তখন ভেবেছিলাম পরের বার আর উঠতে পারব না। কারণ বেঁচে থাকার একমাত্র উপায় ছিল আমার বাহু। ফোলাউ একজন প্রতিবন্ধী। তিনি ঠিকভাবে হাঁটতে পারেন না। ফোলাউ বলেন, নবম বারের পর আমি একটি কাঠের গুঁড়ি পাই ও সেটিকে শক্ত করে ধরে থাকি। টোঙ্গার অ্যাটাটা দ্বীপের বাসিন্দা হচ্ছেন ফোলাউ। যেখানে মাত্র ৬০ জন মানুষের বসবাস। সুনামির প্রথম ঢেউয়ের পর তিনি বাঁচার জন্য একটি গাছে ওঠেন। এরপর গাছ থেকে নামার পর একটি বড় ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যায়। এ সময় তার সন্তান তাকে ওপর থেকে ডাকছিল। তবে তাকে কোনো উত্তর দেননি তিনি। কারণ সে তাকে খুঁজতে সাগরে নামতে পারে সে জন্য। এরপর পানিতে এদিক সেদিক ভাসতে থাকেন ফোলাউ। প্রতি মুহূর্তে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তিনি। ফোলাউ আস্তে আস্তে সাত দশমিক পাঁচ কিলোমিটার সাঁতরিয়ে প্রধান দ্বীপে পৌঁছান। তীরে পৌঁছাতে তার মোট ২৭ ঘণ্টা লেগেছে। তার বীরত্বপূর্ণ এ গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে। গত শনিবারের হাঙ্গা টোঙ্গা হাঙ্গা হা’পাই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে টোঙ্গাসহ আশপাশের দ্বীপগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। একটি দ্বীপের সব বাড়িঘর ধ্বংস হয়ে গেছে ও আরেকটি দ্বীপের মাত্র দুটি অবশিষ্ট রয়েছে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
সাগরে ২৭ ঘণ্টা সাঁতরে রক্ষা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর