সাগরের নিচে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট সুনামিতে বিধ্বস্ত হয়েছে টোঙ্গা। দেশটির অধিকাংশ বাড়িঘর-গাছপালা ঢাকা পড়েছে ছাই আর কালো ধোঁয়ায়। ধ্বংস হয়েছে অসংখ্য বাড়িঘর। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন তিনজন। নজিরবিহীন অগ্ন্যুৎপাতের পর বিশ্ব থেকে বেশ কয়েক দিন বিচ্ছিন্ন থাকে টোঙ্গা। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়ে। তাই শুরুর দিকে কোনো খবর না পাওয়া গেলেও এখন নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে দেশটি থেকে। এরই মধ্যে জানা গেল সাগরে ২৭ ঘণ্টা সাঁতার কাটার পর বেঁচে ফেরা এক প্রতিবন্ধীর গল্প। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সুনামির ঢেউয়ে ভেসে যাওয়ার পর ৫৭ বছর বয়সী টোঙ্গার এক নাগরিক সাগরে ২৭ ঘণ্টা ছিল। একটি কাঠের গুঁড়ি পাওয়ার আগ পর্যন্ত তিনি নয়বার পানির নিচে তলিয়ে যান। টোঙ্গার রাজধানী নুকু থেকে লিসালা ফোলাউ বলেন, যখন আটবার আমি পানির নিচে তলিয়ে যাই তখন ভেবেছিলাম পরের বার আর উঠতে পারব না। কারণ বেঁচে থাকার একমাত্র উপায় ছিল আমার বাহু। ফোলাউ একজন প্রতিবন্ধী। তিনি ঠিকভাবে হাঁটতে পারেন না। ফোলাউ বলেন, নবম বারের পর আমি একটি কাঠের গুঁড়ি পাই ও সেটিকে শক্ত করে ধরে থাকি। টোঙ্গার অ্যাটাটা দ্বীপের বাসিন্দা হচ্ছেন ফোলাউ। যেখানে মাত্র ৬০ জন মানুষের বসবাস। সুনামির প্রথম ঢেউয়ের পর তিনি বাঁচার জন্য একটি গাছে ওঠেন। এরপর গাছ থেকে নামার পর একটি বড় ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যায়। এ সময় তার সন্তান তাকে ওপর থেকে ডাকছিল। তবে তাকে কোনো উত্তর দেননি তিনি। কারণ সে তাকে খুঁজতে সাগরে নামতে পারে সে জন্য। এরপর পানিতে এদিক সেদিক ভাসতে থাকেন ফোলাউ। প্রতি মুহূর্তে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তিনি। ফোলাউ আস্তে আস্তে সাত দশমিক পাঁচ কিলোমিটার সাঁতরিয়ে প্রধান দ্বীপে পৌঁছান। তীরে পৌঁছাতে তার মোট ২৭ ঘণ্টা লেগেছে। তার বীরত্বপূর্ণ এ গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে। গত শনিবারের হাঙ্গা টোঙ্গা হাঙ্গা হা’পাই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে টোঙ্গাসহ আশপাশের দ্বীপগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। একটি দ্বীপের সব বাড়িঘর ধ্বংস হয়ে গেছে ও আরেকটি দ্বীপের মাত্র দুটি অবশিষ্ট রয়েছে।
শিরোনাম
- নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালে জেলা পরিষদের ডেঙ্গু কিট প্রদান
- ‘জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি’
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও এক আসামি গ্রেফতার
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
সাগরে ২৭ ঘণ্টা সাঁতরে রক্ষা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর