সাগরের নিচে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট সুনামিতে বিধ্বস্ত হয়েছে টোঙ্গা। দেশটির অধিকাংশ বাড়িঘর-গাছপালা ঢাকা পড়েছে ছাই আর কালো ধোঁয়ায়। ধ্বংস হয়েছে অসংখ্য বাড়িঘর। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন তিনজন। নজিরবিহীন অগ্ন্যুৎপাতের পর বিশ্ব থেকে বেশ কয়েক দিন বিচ্ছিন্ন থাকে টোঙ্গা। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়ে। তাই শুরুর দিকে কোনো খবর না পাওয়া গেলেও এখন নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে দেশটি থেকে। এরই মধ্যে জানা গেল সাগরে ২৭ ঘণ্টা সাঁতার কাটার পর বেঁচে ফেরা এক প্রতিবন্ধীর গল্প। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সুনামির ঢেউয়ে ভেসে যাওয়ার পর ৫৭ বছর বয়সী টোঙ্গার এক নাগরিক সাগরে ২৭ ঘণ্টা ছিল। একটি কাঠের গুঁড়ি পাওয়ার আগ পর্যন্ত তিনি নয়বার পানির নিচে তলিয়ে যান। টোঙ্গার রাজধানী নুকু থেকে লিসালা ফোলাউ বলেন, যখন আটবার আমি পানির নিচে তলিয়ে যাই তখন ভেবেছিলাম পরের বার আর উঠতে পারব না। কারণ বেঁচে থাকার একমাত্র উপায় ছিল আমার বাহু। ফোলাউ একজন প্রতিবন্ধী। তিনি ঠিকভাবে হাঁটতে পারেন না। ফোলাউ বলেন, নবম বারের পর আমি একটি কাঠের গুঁড়ি পাই ও সেটিকে শক্ত করে ধরে থাকি। টোঙ্গার অ্যাটাটা দ্বীপের বাসিন্দা হচ্ছেন ফোলাউ। যেখানে মাত্র ৬০ জন মানুষের বসবাস। সুনামির প্রথম ঢেউয়ের পর তিনি বাঁচার জন্য একটি গাছে ওঠেন। এরপর গাছ থেকে নামার পর একটি বড় ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যায়। এ সময় তার সন্তান তাকে ওপর থেকে ডাকছিল। তবে তাকে কোনো উত্তর দেননি তিনি। কারণ সে তাকে খুঁজতে সাগরে নামতে পারে সে জন্য। এরপর পানিতে এদিক সেদিক ভাসতে থাকেন ফোলাউ। প্রতি মুহূর্তে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তিনি। ফোলাউ আস্তে আস্তে সাত দশমিক পাঁচ কিলোমিটার সাঁতরিয়ে প্রধান দ্বীপে পৌঁছান। তীরে পৌঁছাতে তার মোট ২৭ ঘণ্টা লেগেছে। তার বীরত্বপূর্ণ এ গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে। গত শনিবারের হাঙ্গা টোঙ্গা হাঙ্গা হা’পাই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে টোঙ্গাসহ আশপাশের দ্বীপগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। একটি দ্বীপের সব বাড়িঘর ধ্বংস হয়ে গেছে ও আরেকটি দ্বীপের মাত্র দুটি অবশিষ্ট রয়েছে।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা