গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ এলাকায় একটি স্বাস্থ্য ক্লিনিকের সামনে পুষ্টিকর খাদ্যসহায়তার লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে আটজন শিশু ও দুইজন নারী রয়েছেন বলে জানিয়েছে আল-আকসা শহীদ হাসপাতাল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিদের অধিকাংশই ঘটনাস্থলেই প্রাণ হারান। হাসপাতালের ভিডিও ফুটেজে দেখা যায়, মেঝেতে পড়ে আছে একাধিক শিশুর নিথর দেহ, চিকিৎসকরা আহতদের সেবায় ব্যস্ত। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘প্রজেক্ট হোপ’, যারা ওই ক্লিনিক পরিচালনা করে, এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা হামাসের ‘সন্ত্রাসী সদস্যদের’, বিশেষত নুখবা ইউনিটের এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে বেসামরিক প্রাণহানির জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং তদন্ত চলছে বলেও জানিয়েছে। প্রত্যক্ষদর্শী ইউসুফ আল-আইদি বলেন, ‘হঠাৎ ড্রোনের শব্দ, তারপর বিকট বিস্ফোরণ। মুহূর্তেই চারপাশ রক্ত আর কান্নায় ভরে যায়।’ এক আত্মীয় জানান, তার গর্ভবতী ভাগনি মানাল ও তার শিশুকন্যা ফাতিমাও নিহত হয়েছে। মানালের ছেলে এখনো আইসিইউতে ভর্তি। পাশে থাকা এক নারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কী অপরাধে ওদের হত্যা করা হলো? আমরা চোখের সামনে মরছি।’ প্রজেক্ট হোপের প্রেসিডেন্ট রাবিহ তোরবে বলেন, ‘এই ক্লিনিকগুলো গাজার মানুষের শেষ ভরসা। অথচ এখন সেখানেই মৃত্যুর হাতছানি।’ তিনি এটিকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে বলেন, ‘যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজায় কেউই নিরাপদ নয়।’ -বিবিসি
ইউনিসেফ প্রধান ক্যাথেরিন রাসেল এই হামলাকে ‘অযৌক্তিক ও মানবতার বিরুদ্ধে’ আখ্যা দিয়েছেন। একই দিন গাজার দক্ষিণাঞ্চলীয় আল-মাওয়াসি উপকূলীয় এলাকায় আরেকটি ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছে, যাদের মধ্যে তিনটি শিশু ছিল। ভিডিওতে দেখা যায়, বালির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হচ্ছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা চললেও তা অচল অবস্থায় রয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, চুক্তি হতে এক-দুই সপ্তাহ লাগতে পারে। তবে হামাস জানায়, তারা একটি পূর্ণাঙ্গ চুক্তি চায়, যা ইসরায়েলের আগ্রাসন থামাবে। জাতিসংঘ জানিয়েছে, চার মাস পর প্রথমবারের মতো গাজায় সামান্য পরিমাণ জ্বালানি প্রবেশ করেছে। তবে তা চাহিদার তুলনায় এক দিনেরও কম। গাজায় বর্তমানে স্বাস্থ্যসেবা, পানি, খাদ্য ও ওষুধের তীব্র সংকট চলছে।