রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

১৪টি নতুন পারমাণবিক চুল্লি তৈরি করবে ফ্রান্স

বিদ্যুৎ চাহিদা মেটানোসহ জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে ফ্রান্সে নতুন ১৪টি পারমাণবিক চুল্লি তৈরির ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও সৌর ও বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্রের দিকে ঝুঁকছে ফ্রান্স। পাশাপাশি কার্বন নিঃসরণের হার কমানোর লক্ষ্যে দেশটির পারমাণবিক শিল্পকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। যার অংশ হিসেবে দেশটিতে এবার নতুন করে আরও ১৪টি পারমাণবিক চুল্লি নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। এ ছাড়া সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জাহাজে হাইড্রোজেন জ্বালানি ব্যবহারসহ ২০৫০ সালের মধ্যে ফ্রান্সে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার আশা ম্যাক্রোঁর। ফ্রান্সের বেলফোর্টে একটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের সময় ম্যাক্রোঁ এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, শিগগিরই ছয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ শুরু করবে ফ্রান্সের সরকারি প্রতিষ্ঠান ইডিএফ।

সর্বশেষ খবর