শিরোনাম
শুক্রবার, ৩ জুন, ২০২২ ০০:০০ টা

রানির ক্ষমতারোহণের ৭০ বছরের উদযাপন শুরু

রানির ক্ষমতারোহণের ৭০ বছরের উদযাপন শুরু

রানি দ্বিতীয় এলিজাবেথ। সেই ৭০ বছর আগে সিংহাসনে বসেছিলেন। অর্থাৎ ক্ষমতারোহণের প্লাটিনাম জুবিলি। এজন্য ব্রিটেনে চার দিনের পূর্তি উদযাপন শুরু হয়েছে। এই ৭০ বছরে ব্রিটেনের সমাজ ও রাজনীতিতে অভাবনীয় পরিবর্তনের সাক্ষী তিনি। এএফপির এক প্রতিবেদনে চার দিনের এই আয়োজনে কী কী থাকছে সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। গতকাল ব্রিটিশ সেনাবাহিনীর হাউসহোল্ড ডিভিশনের ১ হাজার ২০০’র বেশি সেনা ‘ট্রপিং অব দ্য কালার’ অনুষ্ঠানে অংশ নেবেন। দুই শতাব্দীরও বেশি পুরোনো ঐতিহ্যের সমন্বয়ে বিশাল উৎসবের আয়োজন করা হয়েছে।

বাকিংহাম প্যালেসের বারান্দা থেকে পুরো আয়োজন উপভোগ করেন রানি এলিজাবেথ। এ সময় রাজপরিবারের রাজপদবিধারী সদস্যরা রানির সঙ্গে উপস্থিত ছিলেন। তবে প্রিন্স হ্যারি, তার স্ত্রী মেগান এবং রানি এলিজাবেথের দ্বিতীয় পুত্র প্রিন্স অ্যান্ড্রু সেখানে উপস্থিত ছিলেন না। গতকাল রাতেই দেশটির চারটি সর্বোচ্চ চূড়াসহ পুরো যুক্তরাজ্যে ২ হাজার ৮ শতাধিক আলোকশিখা জ্বালানো হয়। ৫ মহাদেশের কমনওয়েলথভুক্ত ৫৪টি দেশের রাজধানীতে মশাল জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়। আজ রানির দীর্ঘ রাজত্বের রেকর্ডের জন্য ধন্যবাদ জ্ঞাপন সমাবেশ হবে এবং লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রালে ঘণ্টা বাজানো হবে। আগামীকাল ২৪৩তম ঘোড়দৌড় অনুষ্ঠিত হবে। এতে রানি অংশ নিতে পারবেন কি না তা নিশ্চিত করা হয়নি। ইপসম ডাউন্সের দেবরিতে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ওই ঘোড়দৌড় অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর