সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ভ্যান গঘের ছবি বিক্রি হলো ১১৮৬ কোটি টাকায়

ভ্যান গঘের ছবি বিক্রি হলো ১১৮৬ কোটি টাকায়

জীবদ্দশায় বিক্রি হয়েছিল একটি মাত্র ছবি। হতাশা ও একাকিত্বে ভুগতে ভুগতে গমখেতের ভিতরে নিজেকেই গুলি করেছিলেন ভিনসেন্ট ভ্যান গঘ। সেদিন কি তিনি স্বপ্নেও ভাবতে পেরেছিলেন একদিন তার ছবি বিক্রি হবে আকাশ ছোঁয়া মূল্যে? বিশ্বের সর্বকালের অন্যতম সেরা শিল্পীর ‘অর্চার্ড উইথ সাইপ্রেসেস’ ছবিটি এবার বিক্রি হলো রেকর্ড দামে। নিলামে সর্বোচ্চ দর উঠেছিল ১১ কোটি ৭০ লাখ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ১৮৬ কোটি টাকা!

নিলাম সংস্থার দাবি, ভ্যান গঘের যত ছবি বিক্রি হয়েছে এটা তার মধ্যে সবচেয়ে দামি। এতদিন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেনের ব্যক্তিগত সংগ্রহে ছিল ছবিটি। তার মৃত্যুর পরে সেটি নিলামে তোলা হয়। তিনজন নিলামে অংশ নিয়েছিলেন। প্রত্যেকেই তাদের দর ফোনে জানিয়েছিলেন। শেষ পর্যন্ত তা বিক্রি হলো অবিশ্বাস্য দামে। তবে কে ছবিটি কিনলেন তা অবশ্য ওই সংস্থার তরফে জানানো হয়নি। ১৮৮৮ সালের এপ্রিলে, মৃত্যুর বছরদুয়েক আগে ছবিটি এঁকেছিলেন ভ্যান গঘ।

সর্বশেষ খবর