শিরোনাম
বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নিজ দলেই বিদ্রোহের মুখে সুনাকও

নিজ দলেই বিদ্রোহের মুখে সুনাকও

ঋষি সুনাক

ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন এক মাসও হয়নি। এর মধ্যেই নিজের দল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতাদের বিদ্রোহের মুখে পড়েছেন তিনি। তার মন্ত্রিসভা গৃহনির্মাণবিষয়ক যে বিল পার্লামেন্টে উত্থাপন করেছে, তার বিরোধিতা করছেন দলটির কয়েক ডজন আইনপ্রণেতা। বিদ্রোহীরা বিলটির সংশোধনীর প্রস্তাবও দিয়েছে। বিতর্কের জন্য বিলটি গতকাল পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে তোলার কথা ছিল। আর সেটি হলে আগামী সোমবার বিলটি নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হবে। কিন্তু বিলটির বিরোধিতা করেছেন কনজারভেটিভ পার্টির ৪৭ সংসদ সদস্য। স্থানীয় কাউন্সিলের ওপর সরকারের বাধ্যতামূলক গৃহনির্মাণের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার বিরোধিতা করছেন তাঁরা। এখন তাঁর পক্ষে মাত্র ৬৯ জন কনজারভেটিভ এমপি সমর্থন দিচ্ছেন। লেবার পার্টিসহ পার্লামেন্টে অন্য বিরোধী দলের এমপিরা যদি বিদ্রোহী টোরি এমপিদের পক্ষ নেন, তাহলে শেষ পর্যন্ত বিলটি পাসে ব্যর্থ হবেন সুনাক। ঋষির আগে প্রধানমন্ত্রী হয়েছিলেন লিজ ট্রেস। তিনি দলের বিদ্রোহের কারণে ক্ষমতা নেওয়ার ৪৪ দিনের মাথায় পদত্যাগ করতে বাধ্য হন।

সর্বশেষ খবর