শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মার্কিন বাস্কেটবল তারকাকে ছেড়ে দিল রাশিয়া

মার্কিন বাস্কেটবল তারকাকে ছেড়ে দিল রাশিয়া

বন্দিবিনিময় করল রাশিয়া ও যুক্তরাষ্ট্র। রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউতের বিনিময়ে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনারকে ছেড়ে দিল রাশিয়া। চলতি বছরের মাঝামাঝি সময়ে রাশিয়াকে ভিক্টরের বিনিময়ে দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার প্রস্তাব পাঠায় বাইডেন প্রশাসন। রাশিয়ায় আটক দুই মার্কিন বন্দির একজন গ্রিনার, অপরজন হলেন নৌবাহিনীর সাবেক সেনা পল হুইলান। এই প্রস্তাবে গ্রিনারকে ছাড়া হলেও মুক্তি পাননি হুইলান। তবে গ্রিনারকে ছাড়া হলেও মুক্তি পাননি হুইলান। বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল-এর ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধীর তালিকায় ছিলেন ভিক্টর। ২০১২ সালে মার্কিন আদালতে ২৫ বছরের সাজাপ্রাপ্ত এই রুশ নাগরিক যুক্তরাষ্ট্রের কারাগারে ১২ বছর ধরে বন্দি ছিলেন। অন্যদিকে, চলতি বছর ফেব্রুয়ারিতে ক্যানাবিস অয়েল (এক প্রকার মাদকদ্রব্য যা রাশিয়ায় নিষিদ্ধ) রাখা ও চোরাচালানের অভিযোগে রাশিয়ায় গ্রেপ্তার হন মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনার।

সর্বশেষ খবর