শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

কৃত্রিম বুদ্ধিমত্তার যুদ্ধবিমান তৈরি করছে ব্রিটেন, জাপান ও ইতালি

কৃত্রিম বুদ্ধিমত্তার যুদ্ধবিমান তৈরি করছে ব্রিটেন, জাপান ও ইতালি

ইউক্রেন-রাশিয়া বর্তমান বিশ্বের যুদ্ধের গতি প্রকৃতি পাল্টে দিয়েছে। এখন তরিৎ কার্যকর অস্ত্রের দিকে ছুটছে বিশ্ব। এরই অংশ হিসেবে জাপান, ব্রিটেন এবং ইতালি যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পরিচালিত হতে পারে এমন এক অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি করার চুক্তি করল। এই বিমান ২০৩৫ সালের মধ্যে তৈরি করা হবে। তিনটি দেশই বলছে, এর মধ্য দিয়ে তারা তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে চায় কারণ সারা বিশ্বে আক্রমণের ঝুঁকি বেড়ে গেছে। এই সমঝোতার ফলে ব্রিটেন ও জাপানের বর্তমান দুটি প্রকল্প- ব্রিটেনের টেম্পেস্ট এবং জাপানের এফএক্স একীভূত হবে। বলা হচ্ছে, তাদের উদ্দেশ্য এমন একটি যুদ্ধবিমান তৈরি করা যা হবে অত্যন্ত দ্রুতগতির, শত্রু পক্ষের নজর এড়িয়ে চলতে সক্ষম, এমনকি কোনো চালক ছাড়াও এটি উড়তে পারবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান এই প্রথম যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশের সঙ্গে এত বড় সামরিক চুক্তি করল। ব্রিটেনের জন্য এই কর্মসূচি শুধু সামরিক নয়, এর অর্থনৈতিক দিকও রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলছেন, যৌথ এই প্রকল্পের উদ্দেশ্য তার দেশে হাজার হাজার কর্মসংস্থান এবং একই সঙ্গে নিরাপত্তা সম্পর্ককে আরও জোরদার করা। ধারণা করা হচ্ছে, এর ফলে ব্রিটেনের অস্ত্র রপ্তানিও বৃদ্ধি পাবে। তিনটি দেশের মধ্যে হওয়া এই সমঝোতা অনুসারে নতুন প্রজন্মের এই যুদ্ধবিমানটি তৈরি করা হবে ২০৩৫ সালের মধ্যে যা টাইফুন জেটকে প্রতিস্থাপন করবে। তারা আশা করছে, নতুন এই টেম্পেস্ট জেট সর্বাধুনিক অস্ত্রশস্ত্র বহন করতে পারবে। বলা হচ্ছে, এই জঙ্গি বিমান একদিকে যেমন দ্রুতগতিতে উড়তে পারবে তেমনি এটি শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে আক্রমণ চালাতে সক্ষম হবে।

সর্বশেষ খবর