বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

একাধিক শহর দখলে এগোচ্ছে রুশ বাহিনী

এক দিকে শীত অন্য দিকে সেনা হামলা এ দিয়ে ইউক্রেনকে নাস্তানাবুদ করতে চায় রাশিয়া। তাইতো শীত তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে ডনবাসে যুদ্ধের গতিও বাড়িয়ে দিয়েছে রুশ বাহিনী। কয়েক মাস ধরে প্রতিরক্ষামূলক অবস্থানে থাকার পর রুশ বাহিনী আবারও সামনে অগ্রসরের চেষ্টা করছে। যদিও ইউক্রেনীয় বাহিনী অনেকটাই আটকাতে পারছে। রাশিয়ার লক্ষ্য এখন বাখমুত শহর। গুরুত্বপূর্ণ এ শহর দখলে মরিয়া রুশ বাহিনী। অন্যদিকে ইউক্রেনও সেখানে হাজার হাজার সেনা পাঠাচ্ছে যাতে এ শহর রুশদের নিয়ন্ত্রণে চলে না যায়। শুধু ডনবাস নয়, এর সঙ্গে রাশিয়া হামলা চালাচ্ছে রাজধানী কিয়েভে।

ইউক্রেনের রাজধানীর কেন্দ্রস্থলে গতকাল তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের তৈরি কয়েকটি শাহেদ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। আর খুব সকালে এ হামলা চালানোয় রাশিয়াকে খোঁচা দিয়ে ‘শুভ সকাল’ জানিয়েছেন ইউক্রেনীয় এক রাজনীতিক। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ১০টি ইরানি শাহেদ ড্রোন ভূপাতিত করা হয়েছে। মধ্যাঞ্চলীয় শেভচেনকিভস্কি এলাকায় জরুরি পরিষেবা বিভাগের সদস্যদের পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর