বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাইডেনের ব্যক্তিগত দফতরে মিলল তাঁরই গোপন নথি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত কার্যালয়ে পাওয়া গেছে রাষ্ট্রীয় গোপন নথি। যদিও এসব নথি আরও প্রায় এক দশক আগেকার। সেসময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন বাইডেন। কিন্তু এর পরেও এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। তিনিও প্রেসিডেন্ট থাকাকালীন রাষ্ট্রীয় গোপন নথি তার ফ্লোরিডার বাড়িতে নিয়ে গিয়েছিলেন।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড শিকাগোর অ্যাটর্নিকে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন। বাইডেনের এক আইনজীবী জানান, ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘পেন বাইডেন সেন্টার ফর ডিপোমেসি অ্যান্ড গোবাল এনগেজমেন্ট’ দফতর বন্ধ করার সময় নভেম্বরে তালা মারা একটি ক্লজেটের ভিতরে প্রায় ১০টির মতো ফাইলের খোঁজ পেয়েছেন আইনজীবীরা। যুক্তরাষ্ট্রের বিচারবিভাগ গোপন এ নথিগুলো পর্যালোচনা করে দেখছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। নথিগুলোতে কী আছে বা কেন সেগুলো বাইডেনের ব্যক্তিগত দফতরে নিয়ে যাওয়া হয়েছিল, তা স্পষ্ট নয়। ফক্স নিউজ জানিয়েছে, এ নথি পাওয়া নিয়ে বাইডেনকে একাধিক প্রশ্ন করেন সাংবাদিকরা। তবে সেসব প্রশ্নের উত্তর এড়িয়ে যান মার্কিন প্রেসিডেন্ট।

সর্বশেষ খবর