শিরোনাম
বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

হ্যারির আত্মজীবনী কিনতে মাঝরাতেও ভিড়

ব্রিটিশ রাজপরিবার ছেড়ে আসা প্রিন্স হ্যারির বহুল প্রতীক্ষিত আত্মজীবনী ‘স্পেয়ার’ প্রকাশিত হওয়ার পর হট কেকের মতো বিক্রি হচ্ছে। আনুষ্ঠানিক প্রকাশের পর লন্ডনে বইয়ের দোকানে ভিড় করেছেন উৎসাহী পাঠকরা। তাদের সামাল দিতে মাঝরাত পর্যন্ত খোলা রাখতে হচ্ছে দোকান। জানা গেছে, বিশ্বজুড়ে বইটি ১৬টি ভাষায় প্রকাশ পেয়েছে। ইতোমধ্যে গত এক দশকে সবচেয়ে বেশি প্রি-অর্ডার হওয়া বইয়ের তালিকায় নাম লিখিয়েছে ‘স্পেয়ার’। অনলাইন খুচরা বিক্রেতা অ্যামাজন বলছে, বইটি ইতোমধ্যে আমেরিকায় টপ লিস্টে উঠে এসেছে।

প্রিন্স হ্যারির আত্মজীবনী গত বৃহস্পতিবার স্পেনে প্রকাশিত হয়। সেখানেও পাঠকদের মধ্যে তীব্র কৌতূহল দেখা গেছে বইটি নিয়ে। প্রিন্স হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’ প্রকাশিত হওয়ার আগেই বইটি থেকে ব্রিটিশ রাজপরিবারের অন্দরের একের পর এক চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। যার ফলে বইটি পাঠকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি করেছে।

সর্বশেষ খবর