রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

এ পর্যন্ত ৩২১টি ভারী ট্যাংকের প্রতিশ্রুতি পেল ইউক্রেন

এ পর্যন্ত ৩২১টি ভারী ট্যাংকের প্রতিশ্রুতি পেল ইউক্রেন

ইউক্রেন এ পর্যন্ত বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে ৩২১টি ভারী ট্যাংকের প্রতিশ্রুতি পেয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম ওমেলচেংকো। শুক্রবার ফ্রান্সের বিএফএম টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি। তিনি বলেন, এ পর্যন্ত বিভিন্ন দেশ আনুষ্ঠানিকভাবে ৩২১টি ভারী ট্যাংক ইউক্রেনকে দেওয়ার কথা নিশ্চিত করেছে। ভাদিম ওমেলচেংকো বলেন, ‘ইউক্রেনকে ট্যাংক দেওয়ার ব্যাপারে একেক দেশের একেক রকমের শর্ত রয়েছে, তবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ট্যাংক পেতে চাই।’ কোন দেশ ইউক্রেনকে কতটি ট্যাংক দেবে সাক্ষাৎকারে সে তথ্য জানাননি ওমেলচেংকো।

গত বুধবার আমেরিকা এবং জার্মানিসহ কয়েকটি পশ্চিমা দেশ ইউক্রেনকে ভারী ট্যাংক সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এসব দেশ কিয়েভকে ট্যাংক সরবরাহ করতে না চাইলেও শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে গেছে। এদিকে রুশ বাহিনীর সঙ্গে কঠিন যুদ্ধ চলার সময় থাইল্যান্ড ভ্রমণের জন্য এবার নিজ দল দ্য সারভেন্ট অব পিপলস পার্টির আইনপ্রণেতা মাইকোলা তাইশ্চেঙ্কোকে পার্লামেন্ট থেকে অব্যাহতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দলের মুখপাত্র ইউলিয়া প্যালিচুক শুক্রবার এ তথ্য নিশ্চিত করে বলেছেন, পার্লামেন্টের ওয়েবসাইটের পাশাপাশি ইতোমধ্যে থাইল্যান্ডে ইউক্রেনীয় দূতাবাসের ওয়েবসাইটেও ঘোষণাটি আপলোড করা হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, থাইল্যান্ডের একটি বিলাসবহুল হোটেলে বর্তমানে অবস্থান করছেন তাইশ্চেঙ্কো। গতকাল সেখানে প্রবাসী কয়েকজন ইউক্রেনীয়র সঙ্গে বৈঠকের সূচিও ছিল তার। তাইশ্চেঙ্কো অবশ্য গতকাল এক ফেসবুক পোস্টে বলেছেন, তিনি পার্টির জ্যেষ্ঠ নেতাদের অনুমতি নিয়েই থাইল্যান্ডে এসেছিলেন এবং তার এই সফর মোটেই প্রমোদভ্রমণ নয়। বরং ইউক্রেনের জাতীয় স্বার্থে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ কাজের অংশ হিসেবেই থাইল্যান্ডে এসেছেন তিনি। তবে ঠিক কী উদ্দেশ্যে তার এই সফর, সে সম্পর্কে ফেসবুক পোস্টে স্পষ্ট করে কিছু বলেননি তাইশ্চেঙ্কো। এ ছাড়া ইতোমধ্যে ইউক্রেনের পার্লামেন্টের স্পিকার রাসলান স্তেফানচুক সাংবাদিকদের কাছে জানিয়েছেন, তাইশ্চেঙ্কো তার কাছ থেকে এই সফরের বিষয়ে অনুমতি নেননি। সিএনএন ও রয়টার্স

সর্বশেষ খবর