মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

১০ শহরে ১৭০০-এর বেশি ভবন বিধ্বস্ত

একের পর এক শক্তিশালী ভূমিকম্পের আঘাতে তুরস্কের ১০ নগরীতে ১৭০০-এর বেশি ভবন বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায়। প্রথম শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার দুই ঘণ্টার মধ্যে অন্তত ৪২টি আফটারশক হয়েছে বলে জানিয়েছে দেশটির অভ্যন্তরীণ দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তুরস্ক ও প্রতিবেশী সিরিয়ায় ৫ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ৩ হাজার মানুষ। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দিয়ারবাকির ও গাজিয়ানটেপসহ অন্যান্য দক্ষিণ-পূর্ব প্রদেশ এবং লেবানন ও সিরিয়া, সাইপ্রাসসহ প্রতিবেশী দেশগুলোতেও এই ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়াবিদদের মতে, শক্তিশালী ভূমিকম্পের পর আফটারশকগুলো কয়েক ঘণ্টা এবং এমনকি কয়েক দিনও অব্যাহত থাকতে পারে।

সর্বশেষ খবর